বিনোদন ডেস্ক
দুই বছর পর একসঙ্গে অভিনয় করলেন জোভান ও সাবিলা নূর। মাসরিকুল আলম পরিচালিত ‘ক্রাশ অ্যান্ড কনফেশন’ নাটকে দেখা যাবে এ জুটিকে। নাটকের গল্প তৈরি হয়েছে ফেসবুকে ক্রাশ অ্যান্ড কনফেশান নামের এক পেজকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কারও প্রেমে পড়লে, এ পেজে তাকে নিয়ে মনের অনুভূতি প্রকাশ করে। পেজের অ্যাডমিন ওই শিক্ষার্থীর পরিচয় গোপন করে সেটা পোস্ট করে। মজার এই পেজের অ্যাডমিন কে সেটা কেউ জানে না। সেই অ্যাডমিনের চরিত্রে অভিনয় করেছেন জোভান। নাটকে যার চরিত্রের নাম আলিফ। আর সাবিলাকে দেখা যাবে প্রিয়া চরিত্রে। কোরবানির ঈদের আয়োজনে ‘ক্রাশ অ্যান্ড কনফেশন’ নাটকটি প্রকাশ পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।