দেবিদ্বার ও কুমিল্লা প্রতিনিধি
দেবিদ্বার উপজেলায় সপ্তম ধাপের ১৫ ইউনিয়ন পরিষদে (ইউপি) অবাধ, সুষ্ঠু ও আওয়ামী লীগের প্রভাবমুক্ত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার ভোজনবিলাস রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন হয়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নিউমার্কেট এলাকায় মানববন্ধন করেন।
এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বলেন, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার ও দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলে নির্বাচনের প্রভাব বিস্তারে কাজ করছেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে তাঁদের মতবিনিময় সভায় হুমকি-হামলা প্রদর্শনকারীদের গ্রেপ্তার করছে না প্রশাসন।
এলাহাবাদ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকসহ স্বতন্ত্র প্রার্থীদের হুমকি, প্রচারে বাধা ও নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দিলে এলাকাছাড়া করার হুমকি দিয়ে আসছেন।’
স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন বলেন, থানা-পুলিশ নৌকার প্রার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছেন।
তাঁদের ওপর হামলার ঘটনা ঘটলেও উল্টো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। নৌকার প্রার্থীরা নিজেদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মিথ্যা মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের এলাকাছাড়া করছেন।
ভানী ইউপির স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল বলেন, ভানী ইউনিয়নের তিনটি গ্রামে ২০ বছর ধরে কেন্দ্রে এসে ভোট দিতে পারে না। আওয়ামী লীগের প্রার্থীরা এ গ্রামের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার বলেন, ‘মানুষ বিভিন্ন কথা বলতে পারেন। এ নির্বাচনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছি। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের সমন্বয় করেছি। হুমকি-ধমকির বিষয়টি সত্য নয়। যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে নির্বাচন করছেন, তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’