চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদে দেওয়া অবৈধ বেড়া উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ অবৈধ বেড়া বাঁধ উচ্ছেদ এবং এতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার ভৈরব নদে কিছু অসাধু মাছ শিকারি বাঁশের বেড়া দিয়ে জাল পেতে মাছ ধরে আসছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী পুলিশ নিয়ে নদেতে অভিযান চালান। এ সময় তাঁরা সুবলপুর ভৈরব নদের ঘট থেকে কার্পাসডাঙ্গা সেতু পর্যন্ত ৫টি অবৈধ বেড়া উচ্ছেদ ও ব্যবহৃত জাল পুড়িয়ে দেন।