সাত বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রাজিব হোসেন নামের এক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজিব হোসেন (৪০) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে কয়েক মাস আগে রাজিব হোসেন অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি আগে মোটরসাইকেলে অফিসে যাওয়া-আসা করতেন। কিন্তু এ কারণে মাস পরে তিনি আর মোটরসাইকেল চালাতেন না। গতকাল সকালে তাঁর মেয়ে রাকা খাতুন ঘুমাচ্ছিল। আর তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাজিব বসতঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করেন। এরপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ওই ঘরের দরজা ভেঙে রাজিবের লাশটি আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। আর তাঁর মেয়ের লাশটি পড়েছিল মেঝেতে। পাশে একটি গামছা পড়েছিল।
এ বিষয়ে বিকেলে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বাবা ও মেয়ের লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। পরিবার এগিয়ে না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।