গোলাপগঞ্জ প্রতিনিধি
নানা আয়োজনে গোলাপগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও মো. গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।