হোম > ছাপা সংস্করণ

রহস্য নিয়ে ওটিটিতে আসছেন কারিনা

বিনোদন ডেস্ক

কালিম্পংয়ের পাহাড়ের ওপর একা একটি বাড়িতে থাকে মায়া নামের একজন সিঙ্গেল মাদার। স্বামী প্রায়ই তার গায়ে হাত তুলত, এমনকি প্রাণনাশেরও হুমকি দিত। তাই শেষ পর্যন্ত স্বামীর কাছ থেকে আলাদা হয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে মায়া। একদিন তার সাবেক স্বামী নিখোঁজ হয়ে গেলে অনুসন্ধানে নামে পুলিশ।

কী হয়েছে মায়ার স্বামীর? নিজেই চলে গেছেন নিরুদ্দেশে? নাকি হয়েছেন খুন? রহস্যের কিনারা করতে পারে না পুলিশ। তারা সন্দেহ করে মায়াকে। একদিকে মায়ার মায়াজাল, অন্যদিকে পুলিশের অনুসন্ধানে ঘটনায় আসে নতুন নতুন নাটকীয়তা। সেসব নাটকীয়তার শেষ জানা যাবে ‘জানে জান’ ওয়েব সিনেমায়। নেটফ্লিক্সে আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর অভিনীত সিনেমাটি।

এবারই প্রথম ওয়েব সিনেমায় অভিনয় করলেন কারিনা কাপুর। রহস্য, প্রেম, অপরাধ আর রোমাঞ্চে ভরা এই সিনেমায় সিঙ্গেল মাদার মায়া ডিসুজার চরিত্রে থাকছেন কারিনা। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে বেশ আনন্দিত কারিনা। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ এটি। আমাকে উৎসাহ দিয়েছে আমার স্বামী সাইফ আলী খান।

সে সব সময় আমাকে চ্যালেঞ্জ নিতে বলে। এমনকি বাচ্চা হওয়ার পরও বলত, পছন্দের স্ক্রিপ্ট বাছাই করে আমি যেন আমার ট্যালেন্ট ও প্যাশনের দিকে ফোকাস করি। এই সিনেমার শুরুতেও আমি দ্বিধায় ছিলাম। কারণ, ওটিটিতে সব সময় নতুনত্ব খোঁজা হয়। শেষ পর্যন্ত সব দ্বিধা কাটিয়ে কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি।’

রহস্যে ঘেরা ওয়েব সিনেমাটি তৈরি হয়েছে জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে। এই উপন্যাস অবলম্বনে জাপানেও সিনেমা তৈরি হয়েছে। এবার ওটিটি মাধ্যম নেটফ্লিক্সের জন্য সিনেমা বানালেন সুজয় ঘোষ। এতে আরও অভিনয় করেছেন বিজয় ভার্মা ও জয়দীপ আহালওয়াত। 
পরিচালক সুজয় ঘোষ বলেন, ‘প্রথম ঝলকেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। আমার খুব পছন্দের কাজ এটি। সিনেমায় প্রেম, অপরাধ আর রহস্যে মাখামাখি একটি গল্প দেখতে পাবে দর্শক। কারিনা, জয়দীপ ও বিজয় আমার স্বপ্নের কাস্ট। দর্শকেরা বেশ আগ্রহের সঙ্গে সিনেমাটি দেখবে বলে আমার বিশ্বাস।’

 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন