চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ রোববার। এ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, সোনামসজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউপির মধ্যে অবস্থিত। ফলে নির্বাচনের স্বার্থে বন্দরের সব কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়।