ভোলার তজুমদ্দিনে ২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মেহেদি হাসান (মিশু হাওলাদার) বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিনে নির্ধারিত চেয়ারম্যান পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর সোনাপুর ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল করেন কমিশনের সচিব। তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মেহেদী হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী। যে কারণে এই ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না।
এখানে আগামী ২৬ ডিসেম্বর সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের মাঝে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।