মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওয়াসিম আকরাম ওরফে মগরেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ বোতল মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মথুরাপুর মাঠ থেকে তাঁকে আটক করে বিজিবি। ওয়াসিম উপজেলার করমদী গ্রামের বাসিন্দা।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. হাফিজুর রহমান বলেন, সঙ্গীয় ফোর্স নিয়ে মথরাপুর মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ১০ বোতল মদ ও ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক ওয়াসিমের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।