নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। তবে লিওনেল মেসিদের দলের সঙ্গে চুক্তি ঘোষণার এক মাস না যেতেই বিপাকে পড়েছে বিকাশ।
জানা গেছে, চুক্তি অনুযায়ী এএফএকে প্রথম ধাপের পাওনা অর্থ পরিশোধ করতে পারেনি বিকাশ। গত মার্চে এএফএকে প্রথম ধাপে বিকাশ যে অর্থ পরিশোধ করতে চেয়েছিল, সেটির অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। দেশের বিদ্যমান ডলার সংকট নিরসনে ঋণপত্র (এলসি) খোলায় বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানে বিকাশকে আপাতত এএফএকে ডলার পরিশোধে বিরত থাকতে হয়েছে।
জানতে চাইলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘এটা একটা প্রক্রিয়ার অংশ। আমরা এ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’