হোম > ছাপা সংস্করণ

জাহিদ ফারুকের আসনে নানকও মনোনয়ন চান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলায় সংসদীয় আসন মোট ছয়টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় বরিশাল-৫ (সদর) আসনকে। আসনটির বর্তমান সংসদ সদস্য (এমপি) পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গতকাল সোমবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তা ছাড়া হঠাৎ এই আসন থেকে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানকের মনোনয়ন ফরম কেনায় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন 
জাহিদ ফারুক। 

আবার সদ্য বিদায়ী বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার জানান, বিভাগে গত তিন দিনে ২৪১ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বরিশাল-৫ আসনের রয়েছেন ১০ জন। বরিশাল সদরে এমপি হতে নানক, জাহিদ ফারুক, সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন, লঞ্চ ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু প্রমুখ মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। 

এদিকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বর্তমান এমপি শাহে আলমের বিপরীতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা মীরাসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান এমপি পংকজ নাথের বিপরীতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক 
সম্পাদক ড. শাম্মী আক্তার, আওয়ামী লীগ নেতা আফজালুল করিমও মনোনয়ন চেয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ