যশোর ও কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যশোর সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
মিরপুর প্রতিনিধি জানান, উপজেলার চিথলিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হক বাবলু ৫ হাজার ১৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন পিস্তল মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ৩ হাজার ৩৭৯ ভোট। এ ছাড়া ধুবইল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান মামুন ৫ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।
মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কবির উদ্দিন জানান, দুটি ইউপিতে ইভিএমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
যশোর প্রতিনিধি জানান, সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান শহীদ আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৮৪ ভোট পেয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছি।’