Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সেতুর পাটাতন ভেঙে চলাচল বিচ্ছিন্ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সেতুর পাটাতন ভেঙে চলাচল বিচ্ছিন্ন

ময়মনসিংহের ত্রিশালে সেতুর পাটাতন ভেঙে ত্রিশাল-ফুলবাড়িয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। গতকাল রোববার সকালে একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের ওপর উঠলে এটি ভেঙে পড়ে।

জানা গেছে, ত্রিশালের পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপরে স্টিলের এই সেতুটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। এর প্রস্থ ২৪২ ফুট, দৈর্ঘ্য ১৪ ফুট। নির্মাণের ১০-১২ বছর যেতে না যেতেই সেতুর অনেকগুলো পাটাতনে মরিচা পড়ে ভাঙতে শুরু করে। ঝুঁকিপূর্ণ সেতুর ভেঙে যাওয়া পাটাতন দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানোর ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে আহত হচ্ছেন অনেকে।

গতকাল সকালে একটি পণ্যবাহী ট্রাক সেতু পারাপারের সময় পাটাতন ভেঙে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলাসহ দুই পারের মানুষ।

স্থানীয়রা জানান, সেতুর বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে গত কয়েক বছরে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় এ পর্যন্ত কয়েক শ মানুষ আহত হয়েছেন। অনেকেই পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এখন সেতুটি ছাড়া দুই পারের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানান এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতুর নির্মাণকাজ শেষ করারও দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মণ্ডল বলেন, ‘বেইলি সেতুটি ভেঙে পড়ায় সব ধরনের যানবাহন বন্ধ হওয়ায় দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘বেইলি সেতু ভেঙে পড়ার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশল বিভাগের লোকজন সেতুটি পরিদর্শন করেছেন। আশা করছি সোমবারের মধ্যেই এটি মেরামত করতে পারব। পাশেই একটি নতুন সেতুর কাজ চলমান। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ