গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এক টাকায় কলম ও খাতা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ প্রবাসী ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার হলরুমে ১০০ জন শিক্ষার্থীকে এই খাতা ও কলম বিতরণ করা হয়।
এ ছাড়াও আব্দুর মমিন নামে ৭ম শ্রেণির এক অসচ্ছল মেধাবী ছাত্রকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। আব্দুর মমিন রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জোগান।
সিঙ্গাপুর প্রবাসী মিরাজের সভাপতিত্বে এবং ছাব্বির হোসেন ও নাজমুল হাসান ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, প্যানেল মেয়র ফজলুল হক, প্যানেল মেয়র নাছির উদ্দিন রনি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবর আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক রনি মণ্ডল।