দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে।
নদী বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কাশী কুমার দাসের নেতৃত্বে সদস্যরা সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করে।
পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদকে স্মারকলিপি প্রদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মো. মঞ্জু হোসেন প্রমুখ।