হোম > ছাপা সংস্করণ

বহিষ্কারের হুঁশিয়ারিতেও অনড় নৌকার বিদ্রোহীরা

দেবিদ্বার প্রতিনিধি

চেষ্টা-তদবির ও বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েও দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে পারছেন না দলটির জেলা ও উপজেলার নেতারা।

উপজেলার ১৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৯ জন দলটির সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এঁদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারীরাও রয়েছেন।

বিদ্রোহীদের বিষয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের নাম তালিকাভুক্ত করে জেলা আওয়ামী লীগ অফিস জমা দেওয়া হয়েছে। খুব শিগগিরই তাঁদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল আউয়াল বলেন, ‘কিছু প্রার্থীকে নির্বাচন থেকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। যদি তাঁরা না মানেন, তবে জেলা কমিটির সভায় তাঁদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব করা হবে। আর এটি ভোটের আগেই করার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা নির্বাচনের মাঠে নেমেছেন, অচিরেই তাঁদের বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবগত করা হবে। এরপর তাঁদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত আসবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন