হেলভেটাস সুইস ইন্টার কো–অপারেশনের আর্থিক সহযোগিতায় ২১ প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ দিয়েছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন কুড়িগ্রাম। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চত্বরে সুবিধাভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের কুড়িগ্রাম বেজ অফিসের কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি প্রকল্পের আওতায় এসব উপকরণ দেওয়া হয়। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান।
বিতরণ করা উপকরণের মধ্যে ছিল ট্রাই-সাইকেল ২টি, হুইল চেয়ার ১০টি, স্ট্যান্ডিং ফ্রেম ১টি, টয়লেট চেয়ার ৫টি, ইউরিন পট ৩টি।
সংস্থাটির কুড়িগ্রামের বেজ ম্যানেজার আব্দুল গফুর জানান, ইতিমধ্যেই প্রকল্পের আওতায় ৬৮ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পর কানে শোনার যন্ত্র বিতরণ করা হয়েছে এবং ৮০০ সদস্যকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।
উপকরণ গ্রহণের পর উপকারভোগীরা হেলভেটাস ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসব সহায়ক উপকরণ তাঁদের চলাচলের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এতে তাদের প্রতিবন্ধকতা কিছুটা হলেও লাঘব হবে।