চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় দুদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৩ ডিগ্রির বেশি। গত রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। হিমেল বাতাসের কারণে জনজীবনে ঠান্ডা অনুভূত হচ্ছে। মানুষ ঠান্ডা থেকে রক্ষার জন্য গরম কাপড় ও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। রোববার রাত থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ছিল অনেকটা কম।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কয়েক দিনের বৃষ্টি ও আকাশ মেঘলা না থাকার কারণে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গায়। ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। শৈত্যপ্রবাহ বইতে পারে। গতকাল সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা রেলওয়ে এলাকার আমির উদ্দীন বলেন, ‘আমরা গরিব মানুষ। শীতে কষ্ট করতিই হবে। দেখি সরকারি কিছু সাহায্য সহযোগিতা পাই কি না। প্রতিবার কম্বল দেয়।’
চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার সেলিম উদ্দীন বলেন, ‘শীত চুয়াডাঙ্গাতে একটু বেশিই। এবারও মনে হচ্ছে প্রচণ্ড শীত পড়বে।’