Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগাছানাশক পানে কিশোরীর মৃত্যু

চৌগাছা প্রতিনিধি

আগাছানাশক পানে কিশোরীর মৃত্যু

যশোরের চৌগাছায় শিমলা আক্তার (১৪) নামে এক কিশোরী আগাছানাশক পানে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

গত ১৭ নভেম্বর আগাছানাশক পানে আত্মহত্যা চেষ্টার পর গত বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরী পোশাককর্মী বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে ঢাকায় থাকত। সেখানে বোন জামাইয়ের সঙ্গে পরকীয়ার একপর্যায়ে তাকে বিয়ে করেন দুলাভাই। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে সে আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বজন জানান, মেয়েটির বড়বোনের বিয়ে হয়েছে দিনাজপুরে। তাঁরা স্বামী-স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁদের দুই ছেলেমেয়ে দেখাশোনার জন্য মেয়েটি বোনের বাসায় থাকত। সেখানে থাকার সুবাদে দুলাভাইয়ের সঙ্গে শিমলার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গোপনে তাদের বিয়ে হয়। বিষয়টি ফাঁস হয়ে গেলে দুই বোনের মাঝে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে শিমলা বাবার বাড়িতে চলে আসে। সেখানে বিষয়টি নিয়ে মা-বাবার সঙ্গেও তার মনোমালিন্য হয়। এতে অভিমান করে গত ১৭ নভেম্বর বাবার বাড়িতেই আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পর ২২ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে আসে পরিবার। ২৪ নভেম্বর রাতে অবস্থার অবনতি হয়ে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ