হোম > ছাপা সংস্করণ

তিয়াসা ফিরলেন বাংলা মিডিয়ামে

বিনোদন ডেস্ক

প্রায় এক বছর আগে শেষ হয়েছে জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়াল। এতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচা জুটি।

এর মাঝে তিয়াসাকে নতুন কোনো সিরিয়ালে দেখা না গেলেও নীল অভিনয় করেন জি বাংলার ‘উমা’তে। সিরিয়ালটি শেষ হতে না হতেই নতুন খবর এসে গেল।

স্টার জলসা প্রকাশ করেছে নীল-তিয়াসার নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’-এর প্রোমো।

এই সিরিয়ালের কেন্দ্রে আছে শিক্ষাব্যবস্থায় বাংলা ও ইংরেজি মাধ্যমের দ্বন্দ্বের প্রসঙ্গটি। সাধারণত বাংলা মাধ্যমে পড়াশোনা করে যারা, তাদের খানিকটা খাটো করে দেখা হয় ইংরেজি মাধ্যমের তুলনায়। এ ধরনের একটি ভুল ধারণা প্রচলিত আছে সমাজে। বিষয়টি নিয়ে বলিউডেও সিনেমা হয়েছে। তবে বাংলা ধারাবাহিকে বিষয়টি প্রথম।

‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছে, অজ পাড়াগাঁর মেয়ে তিয়াসা বাচ্চাদের স্কুলে বিজ্ঞান পড়ায়। একদিন শহরের খ্যাতনামা ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরির সাক্ষাৎকারের ডাক পায় তিয়াসা। সেই স্কুলের কর্মকর্তা নীল। বাংলা আর ইংরেজি মিডিয়াম মুখোমুখি হলে ঠিক কী হবে, সেটাই বলবে ‘বাংলা মিডিয়াম’। ইতিমধ্যে প্রোমোটি প্রশংসিত হয়েছে।

স্টার জলসার সঙ্গে নীলের সম্পর্ক বহু পুরোনো। জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়েই নীল শুরু করেছিলেন তাঁর অভিনয় ক্যারিয়ার। এরপর অবশ্য পরপর জি বাংলার তিনটি মেগায় কাজ করেছেন। এবার ফের জলসায় ফেরার পালা! তিয়াসা এই প্রথম হচ্ছেন স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন