যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘অনলাইন ও শ্রেণিকক্ষে সশরীরে উপস্থিতির ভিত্তিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালু করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার ওপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেন করোনার নতুন ধরনের বিস্তার বাড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়ে যায়।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, করোনা অতিমারির কারণে কোনো শিক্ষার্থী যেন ঝরে বা পিছিয়ে না পড়ে সে জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা চালু রাখা।’
অনলাইন ও শ্রেণিকক্ষের মিশ্র প্রক্রিয়ায় ক্লাস ও পরীক্ষা নেওয়ার জন্য ‘ব্লেন্ডেড লার্নিং সিস্টেম’ চালু হবে।