বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ আক্তার। এবার সমিতির বর্তমান কমিটির সহসভাপতি ডি এ তায়েবের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন নিপুণ। চুপ থাকেননি ডি এ তায়েব। তিনিও পাল্টা মামলার হুমকি দিয়েছেন।
গত বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সভা শেষে সহসভাপতি ডি এ তায়েব বলেন, ‘নিপুণের মানসিক সমস্যা আছে বিধায় বারবার মামলা ও বাজে মন্তব্য করছে। তাঁর চিকিৎসা প্রয়োজন।’ তায়েবের এমন মন্তব্যে খেপেছেন নিপুণ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিপুণ বলেন, ‘ডি এ তায়েবের কোনো যোগ্যতাই নেই আমাকে নিয়ে কথা বলার। উনি বলেছেন আমার মানসিক সমস্যা আছে। এই কথা উনি এভাবে বলতেই পারেন না। আমি তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব।’