জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে উইমেন পিস ক্যাফে।
গত সোমবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে সংগঠনের অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ, মেন্টর সাদিক হাসান শুভ, জান্নাতুল নাইম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রভাষক সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধি ও উইমেন পিস ক্যাফের সদস্যরা।
এ সময় আনুষ্ঠানিকভাবে উইমেন পিস ক্যাফের নতুন চিফ মেন্টর হিসেবে মো. বাকীবিল্লাহকে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে সেরা পিআর টিম মেম্বার হিসেবে পুরস্কৃত করা হয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোভা আক্তারকে। সবশেষে কেক কেটে এবং ফানুস উড়ানোর মাধ্যমে নতুন বর্ষকে স্বাগত জানান অতিথি ও সদস্যরা।