Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লোডশেডিংয়ে চাহিদা বাড়ল বিকল্প মাধ্যমের

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)

লোডশেডিংয়ে চাহিদা  বাড়ল বিকল্প মাধ্যমের

যশোরে তীব্র গরমের মধ্যে চলছে টানা লোডশেডিং। এতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। দিনে-রাতে ৭ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চলছে লোডশেডিং। তাই গরম থেকে রক্ষা পেতে অনেকেই কিনছেন চার্জার ফ্যান। চাহিদা বেড়েছে চার্জার লাইট, এসি-ডিসি বাল্ব ও আইপিএসেরও। ক্রেতাদের অভিযোগ, চাহিদা বেড়ে যাওয়ায় দোকানিরা এসব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। তবুও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে এসব জিনিসের চাহিদা ৫ থেকে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। দামও বেড়েছে অনেক। ইলেকট্রনিকস সামগ্রীর দোকানগুলিতে এসব পণ্যে চলছে রমরমা ব্যবসা।

দোকানিরা জানান, চলতি সপ্তাহে যশোরে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে বহুগুণ। সঙ্গে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা। তাঁরা জানান, এই অসহনীয় লোডশেডিং থেকে বাঁচতে সাধারণ মানুষ বিকল্পভাবে বাতাস ও আলোর ব্যবস্থা করছেন। সে কারণে যাঁদের আর্থিক সামর্থ্য আছে তাঁরা বৈদ্যুতিক পাখা ও আলো চালু রাখতে আইপিএসের দিকে ঝুঁকছেন। অন্যরাও চার্জার লাইট ও ফ্যানের মাধ্যমে লোডশেডিংয়ের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করছেন। এ কারণে এসব পণ্যের চাহিদার পাশাপাশি বেড়েছে দামও।

গতকাল শুক্রবার দুপুর জেলার চৌগাছা শহরের কয়েকটি ইলেকট্রনিকসসহ বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাঁদের চাহিদা মেটাতে ব্যস্ত দোকান মালিক ও কর্মচারীরা। কয়েকজন দোকানি বলেন, স্বাভাবিক সময়ে যেখানে দিনে দুই থেকে তিনটি চার্জার ফ্যান বিক্রি হতো, সেখানে বর্তমানে দিনে ১৫ থেকে ২০টি পর্যন্ত বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া এসি-ডিসি বাল্ব ও চার্জার লাইটের বিক্রি বেড়েছে কয়েকগুণ।

দোকানি ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন মডেলের চার্জার ফ্যানের দাম চলতি সপ্তাহে ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। ১২ ইঞ্চি চার্জার ফ্যান ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ২০০,১৬ ইঞ্চি চার্জার ফ্যান সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার ২০০। এসি-ডিসি বাল্ব ৩০ থেকে ১০০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৮০০ টাকায়। চার্জার লাইট ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।

চৌগাছার একটি দোকানে চার্জার ফ্যান কিনতে আসা এক ব্যক্তি বলেন, ‘বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১২ ঘণ্টা। সেই সঙ্গে প্রচণ্ড গরম। একই সঙ্গে মশার উৎপাত।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ