নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে ৭ দিন ব্যাপী চলছে রাস উৎসব। উপজেলার ঐতিহাসিক নিদর্শন সীতাকোর্ট বিহারের সীতারাম মন্দির প্রাঙ্গণে এ উৎসব চলছে।
উৎসবে রাস পূজা, অর্চনা ও পদাবলী কীর্তনে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ ।
এ ছাড়াও পূজাকে কেন্দ্র করে বসেছে মেলা । মেলায় বসেছে বিভিন্ন চুড়ি, ফিতা, শিশুদের খেলনার দোকান।
গত শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন ।
সীতারাম মন্দিরের সম্পাদক মুক্তি চন্দ্র সরকার জানান, মন্দিরের চারিদিকে ৭১টি মূর্তি দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। ৭ দিন ধরে চলবে এ উৎসব ।