মুলাদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর রোডের বেলতলা এলাকায় এই মিছিল করা হয়। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।
গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুলাদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি পদবঞ্চিত নেতা–কর্মীরা জানতে পেরে শুক্রবার মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন পদবঞ্চিত উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক প্রার্থী মো. সোয়েব সিকদার, সদস্যসচিব প্রার্থী নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব প্রার্থী মাসুদ খান রিকু প্রমুখ।