কুড়িগ্রামের উলিপুরে পাকিস্তানি বাহিনী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা ভিত্তিক বই ‘উলিপুরে গণহত্যা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ৫ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও ১৮ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সম্মাননা দেওয়া হয়।
উলিপুর মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম প্রমুখ।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনী মুক্ত হয় উলিপুর।