রাজধানীর খিলগাঁও, পল্টন, মুগদা, শাহজাহানপুর, শাহবাগ, মতিঝিল, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও ছিনতাই চক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম, টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সোমবার রাতে এই অভিযান চালানো হয়।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৩-এর মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও পথচারী অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীর কবলে পড়ে জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এসব ভুক্তভোগীদের বেশির ভাগই কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয় না। ফলে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেপরোয়াভাবে বাড়ছে। তাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পাপ্পু, মো. জীবন, মো. সজীব, শহিদ শেখ, আলাউদ্দিন, মো. শফিক, আ. হক হৃদয়, মো. রানা, মো. অন্তর, মেহেদী হাসান, মো. শাকিল, রাব্বী আপন, মো. আলমগীর, মো. ফাইম, মো. মামুন শেখ, মো. সজল, মো. ফেরদৌস, রুবেল মাতবর, হানিফ ব্যাপারী, জাকির হোসেন, মো. সোহেল, মাহাবুব ইসলাম রিয়ন, মো. আ. মান্নান, মো. হাবীব মিয়া, মো. হৃদয় ওরফে মুজিবর, মো. রিফাত উদ্দিন চৌধুরী ওরফে দুখু।