হোম > ছাপা সংস্করণ

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ওরিয়েন্টেশন (পরিচিতি অনুষ্ঠান) হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাইরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, তোমরা তাঁদের উত্তরসূরি। এ বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়। এখানে তোমরা যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানকে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগিয়ে সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের করের টাকায় তোমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কাজেই সাধারণ মানুষের ওপর তোমাদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. গোলাম কাদের।

এ ছাড়া, বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. ইসমাঈল সাইফুল্ল্যাহ এবং স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুস্মিতা মজুমদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মনজুর মোর্শেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তানভীর খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশন অফিসার মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অন্যান্য শিক্ষক, নবাগত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন