নেত্রকোনার কেন্দুয়ায় টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও ঘটনার পাঁচ দিনেও মামলা রেকর্ড করা হয়নি। এদিকে পুলিশ বলছে অভিযুক্ত ব্যক্তি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিনা তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্দিকোনা গ্রামের নাথপাড়ার ব্যবসায়ী দুলাল মিয়ার নগদ ১ লাখ ৩০ হাজার টাকা এবং বিকাশ এজেন্ট নম্বরের একটি মোবাইল ছিনতাই হয়। বিকাশ নম্বরের ওই মোবাইলে প্রায় পাঁচ হাজার টাকা ছিল। পরে এ ঘটনায় জরুরি সহায়তা পেতে ৯৯৯-এ পুলিশকে কল দেন দুলাল মিয়া।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ছিনতাইয়ের শিকার দুলাল মিয়া সান্দিকোনা গ্রামের আবদুস সালামের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে এটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি এ ঘটনায় জড়িত কিনা তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।