আইপিএলে রাজস্থানের দৌড় থেমেছে লিগ পর্বেই। রাজস্থানের হয়ে আলো ছড়ানো মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ তাই পেয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। গতকাল শুক্রবার সবার আগে আরব আমিরাতে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত টিম হোটেল উঠেছেন ফিজ।
ফিজ যোগ দিলেও আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান কবে দলের সঙ্গে যোগ দেবেন, এখনো নিশ্চিত নয়। এটি নির্ভর করছে প্লে অফে ওঠা কলকাতা কত দূর যায়, সেটার ওপর। বিসিবির নবনির্বাচিত পরিচালক আকরাম খানও ইঙ্গিত দিলেন সেটি। আইপিএলের শেষ চারে পরশু সোমবার কলকাতার খেলা আছে। এ ম্যাচ শেষে সাকিব দলের সঙ্গে যোগ দিলেও অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা তাঁর ক্ষীণ। পরদিন ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফিজের পাশাপাশি গতকাল টিম হোটেলে যোগ দেওয়ার কথা কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনেরও। আইপিএলে তিনি ছিলেন হায়দরাবাদ দলে।