সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি চালকের সহকারী রাসেলকে (২১) ছুরিকাঘাত করে পালানোর সময় মুন্নু (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এর আগে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে পথচারীরা। এ সময় আরও ৪ থেকে ৫ জন ছিনতাইকারী পালিয়ে যান। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে রাসেলের কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
আটক ছিনতাইকারী মুন্নু টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের অন্যতম সদস্য। আহত রাসেল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের একটি গাড়িতে চালকের সহকারী হিসেবে কাজ করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নামাজের জন্য এসএ পরিবহনের একটি কুরিয়ারের গাড়ি নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থামিয়ে নামাজের জন্য মসজিদে যান চালক। এ সময় চালকের সহযোগী রাসেল গাড়ির ভেতরে বসে ছিলেন। পরে ৫ থেকে ৬ জনের একটি ছিনতাইকারী দল এসে রাসেলের কাছে মোবাইল ও টাকা চান।
রাসেল তা দিতে রাজি না হলে তার পেটে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। পরে তাঁরা পালিয়ে যাওয়ার সময় পথচারীরা মুন্নু নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পথচারীদের সহায়তায় রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।
এ বিষয়ে বাইপাইল এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আবুল কাশেম বলেন, ‘রাসেলের কিডনিতে ছুরির আঘাত লেগেছে। তাঁর অপারেশন চলছে।’
আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম বলেন, আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান আছে।