দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘দ্রব্যের মূল্য বাড়ায় ক্রয়ক্ষমতা হারাচ্ছে মানুষ। কেউ মুখ খুলতে পারছে না। দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।’ দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে বের করতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের রাজপথ থাকার আহ্বান জানান তিনি।
মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন দীপন তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, সদস্য লুৎফা খাতুন স্বপ্নাসহ জেলা কমিটির নেতারা।