মাদক মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই বন্দীর নাম মো. সুজন (৩৬)। তাঁর বাড়ি শরীয়তপুরের পালং থানার চিকন্দী এলাকায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, গতকাল দুপুরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। উদ্ধার করে প্রথমে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেলা পৌনে তিনটার দিকে সুজনকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আরও জানান, রাজধানীর তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলার আসামি ছিলেন সুজন। ২০১৮ সাল থেকে তিনি এই কারাগারে বন্দী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।