ভোলার মনপুরায় হাজিরহাটে ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছেন দাশেরহাট গ্রামের কয়েক শ মানুষ। বিশেষ করে শিক্ষার্থীদের এই সাঁকো পেরোতে হওয়ায় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা। এখানে সাঁকোর বদলে একটু সেতুর দাবি এলাকাবাসীর।
জানা গেছে, ভোলা সদর থেকে বিচ্ছিন্ন ও দুর্গম উপজেলা মনপুরার হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাশেরহাট গ্রামের মাঝের রাস্তার মাথায় খালের ওপরে সাঁকোটি অবস্থিত। এই সাঁকোটি পাড়ি দিয়েই প্রতিদিন ওই গ্রামের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করতে মনপুরার উপজেলা সদরের হাজির হাটে যান।
সাঁকো পার হয়ে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা ফজল মুন্সী বাড়ির মসজিদে যান। সাঁকো পার হতে গিয়ে বিপাকে পড়ে শিশু মহিলা ও বৃদ্ধরা। ওই খালের ওপর সাঁকো না থাকার কারণে কোনো যানবাহন রাস্তায় ঢুকতে পারে না। এতে মালামাল নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েরা সাঁকো পার হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সময় বইসহ খালের মধ্যে পড়ে যায়। ঘটে ছোট খাট দুর্ঘটনাও। বৃদ্ধ ও নারীরা দীর্ঘ ওই সাঁকো পার হতে পারেন না। এতে ওই এলাকার সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। অবিলম্বে খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি তাঁদের।
এ ব্যাপারে ২ নম্বর হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘দাশের হাটসহ আরও তিনটি জায়গায় সেতু নির্মাণ খুবই জরুরি। তাই ওই তিনটিসহ আরও তালিকা করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’