দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জের (আসিয়ান) তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়েছে। ১০ সদস্যের জোটটির পরবর্তী চেয়ার নির্বাচিত হয়েছে কম্বোডিয়া। আগামী বছর দেশটি দায়িত্ব গ্রহণ করবে। এবারের ভার্চুয়াল সম্মেলনে অংশ না নেওয়া মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে নতুন উদ্যমে আলোচনা শুরু করতে কাজ করবে দেশটি।
মিয়ানমার গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে আছে জানিয়ে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন বলেন, ‘বাধ্য হয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে আসিয়ান। দায়িত্ব নেওয়ার পর আমরা মিয়ানমার বিষয়ে নতুন দূত নিয়োগ দেব। আশা করি, তিনি মিয়ানমারের সংকট নিরসনে কাজ করতে পারবেন।’
জোটটির মিয়ানমারবিষয়ক বর্তমান বিশেষ দূতকে আটক অং সান সু চি ও জান্তাবিরোধীদের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় এবার সম্মেলন থেকে জান্তাপ্রধানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আসিয়ান।