Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৩১ বছর ধরে পরাজয় আবারও হলেন প্রার্থী

আজিজুর রহমান, চৌগাছা

৩১ বছর ধরে পরাজয় আবারও হলেন প্রার্থী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চৌগাছার স্বরুপদাহে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুন্তাজ আলী। প্রতীক জোড়া পাতা। ১৯৯০ সাল থেকে প্রতিটি ইউপি নির্বাচনেই তিনি ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। মোট সাতবার প্রার্থী হয়েছেন। তবে কোনোবারই জামানত ফেরত পাননি।

ব্যক্তিগত ও পারিবারিকভাবে আওয়ামী লীগ মনোভাবাপন্ন মুন্তাজ আলী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাঁচবাড়িয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।

২০১৪ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর অবসরে যান মুন্তাজ আলী। ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও তিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তবে নির্বাচনে তিনি দেদারসে টাকা ওড়ানোর পক্ষে নন বা কোনো দলীয় প্রার্থী হতেও আগ্রহী নন।

মুন্তাজ আলী মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘৯০ সাল থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এবারও হয়েছি। জোড়া পাতা প্রতীক নিয়েছি।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে সব নাগরিকের প্রয়োজন হয়। যখন প্রথম প্রার্থী হয়েছিলাম তখন কোনো রাজনৈতিক দল প্রতীক দিত না। এখন দিচ্ছে।’

স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুন্তাজ আলী বলেন, ‘সৎ, যোগ্য ও দেশ দরদিদের ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে হবে। তাহলেই জনগণ প্রকৃত সেবা পাবেন। ভোটের আগে যদি প্রার্থীরা দেদারসে টাকা খরচ করেন তাহলে ওই টাকা ওঠানোর জন্য হলেও তাঁদের দুর্নীতি করা লাগে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ