গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, গাইবান্ধা-৩ আসনের সাংসদ ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড উম্মে কুলসুম স্মৃতি।
আরও বক্তব্যে দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক আ. জলিল সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সাংসদের উপজেলা প্রতিনিধি অ্যাড আনোয়ারুল আজীম, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এশরাফুল কবির আরিফ ও কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলাম।
এর আগে উপজেলার সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে সাংসদ অ্যাডভোকেট স্মৃতি উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন।