শেখ রাজিয়া নাসের আন্ত উপজেলা স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে ফুলতলা উপজেলা ছাত্রলীগ। খুলনা জেলা ছাত্রলীগের আয়োজনে ফুলতলা উপজেলা ডাবুর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
গত বুধবার বিকেলে খেলায় অংশগ্রহণ করে ফুলতলা উপজেলা ছাত্রলীগ বনাম ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ। খেলায় ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে।
জবাবে ফুলতলা উপজেলা ছাত্রলীগ ১২ ওভার ৫ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে তারা ৫ উইকেটে জয়লাভ করে। বিজয়ী দলের মারুফ হোসেন ৯ বল খেলে ২৮ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন মিলন ও গোলাম।