নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীতে বাসচাপায় সুশান্ত দেব (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুশান্তের বাড়ি বোয়ালখালী উপজেলায় বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বারেক বিল্ডিং এলাকায় উল্টো পথ দিয়ে যাওয়া দ্রুতগামীর একটি বাস ওই পথচারীকে চাপা দেয়। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালকের সহকারী ও বাস আটক করা হয়েছে।