নীলফামারীতে এক দিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। গত সোমবার বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে, যা গতকাল মঙ্গলবার ২০ টাকা বেড়ে ১২০ টাকা দরে বিক্রি হয়।
এদিকে, হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। টানা বৃষ্টিপাতের কারণে দাম বেড়েছে, দাবি মরিচ ব্যবসায়ীদের। শহরের পৌর সবজি বাজারের মরিচের আড়তদার কবিরুল ইসলাম বলেন, টানা বর্ষণে কাঁচা মরিচের খেত নষ্ট হওয়ায় পাইকারি বাজারে কাঁচা মরিচের আমদানি কমে গেছে। তাই দাম বৃদ্ধি পেয়েছে। চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ আমদানি না হওয়ায় এর দাম আরও বাড়বে বলে আশঙ্কা করেন তিনি।
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা রিকশাচালক মাহবুব আলী জানান, ‘যে কাঁচা মরিচ কিনেছিলাম ১০০ টাকা কেজি দরে, আজকে কিনলাম ১২০ টাকা করে। এত দাম বাড়লে আমরা খেটে খাওয়া মানুষেরা কীভাবে চলব। মরিচ কিনতে গিয়ে পরিবারের চাহিদা অনুযায়ী অন্যান্য সবজি কম কিনতে হলো।’
সৈয়দপুর পৌর সবজি বাজারের খুচরা বিক্রেতা মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে যেসব এলাকায় কাঁচা মরিচের আবাদ হয়েছে, সেসব এলাকায় বৃষ্টির পানিতে কাঁচা মরিচের অনেক ক্ষতি হয়েছে। তাই বাজারে মরিচের আমদানি কম ও চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে। বর্তমানে কাঁচা মরিচ ৯০ থেকে ৯৫ টাকা কেজি পাইকারি দরে কিনে খুচরা বাজারে ১২০ টাকায় বিক্রি করছি। এ কারণে আমাদের জীবন নির্বাহ করা কষ্টকর হয়ে পড়েছে।’