Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাঁচ বছরেও চালু হয়নি সেবা

নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম) 

পাঁচ বছরেও চালু হয়নি সেবা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্থায়নে ৫৫ শতক জমির ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে দুটি হাসপাতাল নির্মাণ করা হয়। কাজ শেষে ২০১৮ সালে ঠিকাদার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ভবন দুটি হস্তান্তর করেন। কিন্তু জনবলসংকটের কারণে পাঁচ বছর ধরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু হাসপাতাল দুটির কার্যক্রম চালু হচ্ছে না।

আগের কিছু জনবল দিয়ে কোনোমতে চলছে ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্রের কাজ। কিন্তু আধুনিক সুবিধাসংবলিত ১০ শয্যার হাসপাতালের কার্যক্রম চালু হয়নি।

গতকাল বুধবার মিরসরাই ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্র (মিরসরাই সাব-সেন্টার) ও হিঙ্গুলী ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০ শয্যার হাসপাতালের সকল যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন অযত্নে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

জানা গেছে, বর্তমানে একজন চিকিৎসা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সপ্তাহে তিন দিন ও একজন পরিবারকল্যাণ পরিদর্শক দিয়ে চলছে হিঙ্গুলী ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্র। মিরসরাই ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সংযুক্তিতে, একজন পরিবারকল্যাণ পরিদর্শক, একজন নার্সিং অ্যাটেনডেন্ট, একজন অফিস সহকারী সংযুক্তিতে কর্মরত আছেন। খালি রয়েছে তিনজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, একজন অফিস সহায়ক, একজন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পদ।

মিরসরাই ইউনিয়ন মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিদর্শক জবা বলেন, তাঁদের এখানে প্রতিদিন মা ও শিশুর সেবা নিতে অসংখ্য রোগী আসেন। হাসপাতালের জনবল নিয়োগ দিয়ে পুরোদমে সব সেবা চালু হলে রোগী বাড়বে।

মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, পুরোদমে হাসপাতালের কার্যক্রম চালু না হওয়ায় মানুষ সেবাবঞ্চিত হচ্ছে।

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, সব ধরনের চিকিৎসা চালু করে ভবনের আসল উদ্দেশ্য বাস্তবায়ন করা জরুরি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ নুর বলেন, জনবল নিয়োগ না হওয়ায় এর কার্যক্রম পুরোদমে চালু করা হয়নি। খুব শিগগির চালু হবে বলে আশা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ভবনের কাজ শেষ। তবু দীর্ঘদিন কেন চালু হচ্ছে না দুটি ১০ শয্যার হাসপাতাল, তা তাঁর জানা নেই। দ্রুত হাসপাতাল দুটিতে পুরোপুরি চিকিৎসাসেবা চালু করা দরকার।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ