Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বৃষ্টি হলেই ডোবে হাসান আজিজুল হকের কবর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃষ্টি হলেই ডোবে হাসান আজিজুল হকের কবর

বৃষ্টি হলেই তলিয়ে যায় ‘আগুনপাখি’খ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবর। বার্ধক্যের কারণে গত বছরের ১৫ নভেম্বর রাজশাহীর নিজ বাসভবনে তিনি মারা যান।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে তাঁকে সমাহিত করা হয়।

শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীদের দাবি, প্রথম মৃত্যুবার্ষিকীর আগে দর্শন বিভাগের এই অধ্যাপকের কবরটি যেন পাকা করে সংরক্ষণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব। তাঁর সারাটা জীবন ছিল বই ও অধ্যাপনা নিয়েই। এ কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে গ্রন্থাগার চত্বরে সমাহিত করার ব্যবস্থা করেছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে কবরটি পাকা করা হয়নি। বৃষ্টি হলেই পানিতে কবর ডুবে যাচ্ছে, এটি খুবই দুঃখজনক। সম্প্রতি বৃষ্টি হলে ডুবে যায় কবরটি। এরপর এ নিয়ে শুরু হয় সমালোচনা।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান বলেন, ‘সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাবাকে ক্যাম্পাসে সমাহিত করেছে। ইতিমধ্যে আমাকে দিয়ে নামফলক চূড়ান্ত করা হয়েছে। আশা করি প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই কাজটা সম্পন্ন হবে।’ 

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছিলেন, ‘হাসান আজিজুল হক চিরকাল জ্ঞানের আলো ছড়িয়েছেন, অজস্র বই পড়েছেন, অজস্র বই লিখেছেন। তিনি যদি বইয়ের সঙ্গে লাইব্রেরির সঙ্গে থাকেন, পরবর্তী প্রজন্ম সেখানে গেলেই তাঁকে জানতে পারবে এবং নিজেদের উদ্দীপ্ত করতে পারবে। তাঁর কবর সংস্কারের বিষয়টি আমাদের মাথায় আছে। দু-এক মাসের মধ্যেই আমরা সংস্কারের কাজ শুরু করব।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ