আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। গত শনিবার সারা দেশে ২১৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে ফুলপুর উপজেলার ১০টি ইউপি রয়েছে।
উপজেলার ১০টি ইউপি হলো ছন্দরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া ও বওলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, তফসিল অনুযায়ী উপজেলার ১০টি ইউপিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।