ঝালকাঠির রাজাপুরের চারাখালি গ্রামে একই সঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকই মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুজন ও দুপুরে অপর নবজাতক মারা যায়।
গতকাল বেলা একটার দিকে জানাজা শেষে ওই তিন নবজাতককে মা নাজমিন বেগমের চারাখালি গ্রামের বাবা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মারা যাওয়া ওই নবজাতকদের নাম রাখা হয়েছিল খলিলউল্লাহ, ইমাম ও আব্দুর রহমান। নাজমিন বেগম ওই গ্রামের হারুন জোমাদ্দারের মেয়ে এবং পিরোজপুরের হুলারহাটের মৃত সোবাহানের ছেলে রিকশাচালক ইউনুচ হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, স্বামী নাজমিনের তেমন একটা খোঁজ নিতেন না। গত মঙ্গলবার গভীর রাতে চারাখালি গ্রামের বাবা বাড়িতে তিন ছেলে সন্তানকে জন্ম দিয়েছেন নাজমিন বেগম। এদিকে গতকাল গালুয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম ওই নবজাতকের মা নাজমিন বেগমকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং তাঁর চিকিৎসা করান।
গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস ফরাজি ও সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম জানান, নাজমিন বেগমের স্বামী খোঁজখবর না নেওয়ায় পঙ্গু বাবা হারুনের সংসারে চার বছর বয়সী মেয়ে লিমাকে নিয়ে থাকতেন নাজমিন। আর্থিক সংকটের কারণে বাড়িতেই গত মঙ্গলবার গভীর রাতে তিন ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মে পর অর্থাভাবে হাসপাতাল বা চিকিৎসকের কাছেও যাননি তাঁরা। এ জন্য শিশু তিনটি মারা গিয়ে থাকতে পারে।