Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শ্রোতাদের সতর্ক করলেন আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শ্রোতাদের সতর্ক করলেন আসিফ

কাছাকাছি রকমের কণ্ঠ হওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় শিল্পীদের। তালিকাটা একেবারে ছোট নয়। আছে জেমস, হাসান, মমতাজসহ অনেক সংগীতশিল্পীর নাম। তাঁদের মতো করে গেয়ে পরিচিতি পেয়েছেন অনেকে। শ্রোতারা প্রায় সময়ই আসল শিল্পীর সঙ্গে নকল কণ্ঠ গুলিয়ে ফেলেন। এবার এই বিড়ম্বনায় পড়েছেন আসিফ আকবর।

সম্প্রতি একটি অশ্লীল গান প্রকাশ করে জুড়ে দেওয়া হয়েছে আসিফের নাম। গতকাল ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আসিফ জানান, এ ধরনের কোনো গানে তিনি কণ্ঠ দেননি। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে শ্রোতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আসিফ।

গতকাল ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। এর আগে একটা হিন্দি গান গেয়ে আমার নাম ও ছবি জুড়ে দেওয়া হয়েছিল। আজ সকালে একজন পাঠাল ‘‘বারো ভাতারির গান’’। এই গানটিও আমি গাইনি। অথচ আমার নাম ও ছবি এটাতেও জুড়ে দেওয়া হয়েছে।’

আসিফ আরও লেখেন, ‘পদ্মা সেতু এবং বিএনপির রোড শো থিম সংয়ের এই গায়ক নকলও গায়, অশ্লীলও গায়। আমার কণ্ঠ নকল করা তার নেশা। তাতে অসুবিধা নাই। সমস্যা হচ্ছে, আমার ছবি আর নাম ব্যবহার নিয়ে। এটা জোচ্চোরের কাজ।’

সতর্ক করে আসিফ লেখেন, ‘আগের তুলনায় আমি এখন যথেষ্ট শান্ত, হুটহাট রেগেও যাই না। আইনগত ব্যবস্থা নেওয়ার মতো সময় আর মানসিকতা নেই। সমাজে এসব ভাইরাস কালে কালে আসে। ফেসবুকের মতো পাবলিক প্লেসে এই ইস্যুটা তুলে ধরলাম। ভদ্রলোক হয়ে গেছি মানে আমি দুর্বল নই। এই ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রান্ত হবেন না আশা করি।’

জানা গেছে, আসিফের আদলে গান গেয়ে ভাইরাল হওয়া এ শিল্পীর আসল নাম ম্যাক্স কুমার। আসিফের কাছাকাছি কণ্ঠ হওয়ার কারণে অনেকে তাঁকে আসিফ বলে ভুল করেন। আর তিনিও এ সুযোগ লুফে নিয়ে নিজের গানে জুড়ে দেন আসিফের নাম ও ছবি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ