হোম > ছাপা সংস্করণ

বোয়ালমারীতে কৃষি জাদুঘর ও পাঠাগার

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে ‘গাঁওগেরাম’ নামক একটি মিনি পার্কে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর বা সংগ্রহশালা। উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে ব্যক্তি উদ্যোগে কৃষিকাজে ব্যবহারের নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এ সংগ্রহশালা।

ব্যতিক্রমী এ জাদুঘর স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা মানুষের কাছে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হতে শিক্ষার্থীসহ গবেষকরাও আসেন এখানে। ঢেঁকি, মই, লাঙল, তেল ভাঙা ঘানিসহ হারিয়ে যাওয়া কৃষি উপকরণ স্থান পেয়েছে এ জাদুঘরে। সঙ্গে রয়েছে কৃষিবিষয়ক সমৃদ্ধ একটি পাঠাগারও। আর এখানে অবকাঠামোগত সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

ছন দিয়ে সাজানো গেট পার হলেই দেখা যায়, কৃষিকাজের নানা উপকরণ, দড়ি পাকানোর ঢ্যারা, ঢেঁকি, আমপাড়ার জালি, লাঙল-জোয়াল, গরুর গাড়ির ছই, মাছ ধরার চাঁই থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি উপকরণে ঠাসা মাটির ঘর।

পাশেই রয়েছে কৃষকের স্বাস্থ্যশিক্ষা ও চাষবাসের জন্য থরে থরে সাজানো দুর্লভ সব বই নিয়ে কৃষি পাঠাগার। বোয়ালমারী উপজেলার জাকারিয়া বেগের মাটির বাড়িটি এখন সমৃদ্ধ একটি কৃষি জাদুঘর। ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষিকাজের ব্যবহারিক নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর ও কৃষি তথ্য পাঠাগার। কৃষিভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে এ জাদুঘর দেখতে আসেন।

গাঁওগেরামের উদ্যোক্তা জাকারিয়া বেগ বলেন, নতুন প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করা আর কৃষকের মধ্যে বাস্তবভিত্তিক জ্ঞান দিতে এ জাদুঘর গড়ে তোলা। এখানে কৃষি পাঠাগারে সেসব বইও সংগ্রহ করা হয়েছে।

কীভাবে এগুলো সংগ্রহ করছেন, জানতে চাইলে জাকারিয়া বেগ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করছি।এখনো সংগ্রহ করে চলেছি। আমার এখানে প্রায় তিন শ উপকরণ সংগ্রহ আছে। যেখানে আদি বাংলার কোনো উপকরণ চোখে পড়ে, সেগুলো সংগ্রহ করে আমার কৃষি জাদুঘরে সাজিয়ে রাখি। কৃষি ও কৃষকের প্রতি ভালোবাসার এমন দৃষ্টান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম হোড় বলেন, তাঁর এই কাজ কৃষি উন্নয়নের সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসাইন বলেন, গাঁওগেরামে গড়ে ওঠা কৃষি সংগ্রহশালাকে ভবিষ্যতে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন