চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে সারা দেশের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর উপজেলা এবং চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। চায়ের দোকান বা বাজারেই সবখানেই এই ভোটের আমেজ। ভোটাররাও চাচ্ছেন যোগ্য লোক বিজয়ী হয়ে ইউনিয়নে কাজ করুক।
এদিকে অন্য সব ইউপি থেকে আখাউড়া উপজেলার ইউপি নির্বাচনে আগ্রহ বেশি। এখানে থাকছে না দলীয় প্রতীক। বাকি সব উপজেলায় দলীয় প্রতীকেই হচ্ছে নির্বাচন। প্রার্থীদের তীব্র লড়াই ও সংঘর্ষ থাকলেও ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী।
ব্রাহ্মণবাড়িয়ার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আর্থিক জরিমানা করে সতর্ক করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আখাউড়া নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ এবং নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।