পাইকগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পাইকগাছা উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডলকে সভাপতি ও অমল কৃষ্ণ মণ্ডলকে সাধারণ সম্পাদকসহ ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা কমিটির সভাপতি সুভাষ সানা মহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ। বক্তব্য রাখেন কমরেড গোলজার হোসেন, আফজাল হোসেন, পলাশ দাশ, নিত্যানন্দ ঢালি, শিশির সরকার, হাবিবুর রহমান, পাইকগাছা উপজেলা কমিউনিস্ট পার্টির সহসাধারণ সম্পাদক আমল মণ্ডল, রামপ্রসাদ সাধু প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬টায় ভোটের মাধ্যমে প্রশান্ত কুমার মণ্ডলকে সভাপতি ও আমল কৃষ্ণ মণ্ডলকে সাধারণ সম্পাদকসহ ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসাধারণ সম্পাদক রামপ্রসাদ সাধু, সদস্য গুলজার রহমান, এস এম আফজাল হোসেন, শিশির সরকার, অজিত বর্মণ, আব্দুর রাজ্জাক ও আজিজুল ইসলাম।