কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার লালমাই উপজেলার দক্ষিণ হাজাতিয়া উত্তরপাড়া উকিল বাড়িতে ও ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এ বৈঠক হয়। জেলা তথ্য কার্যালয় এ বৈঠকের আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ অন্যান্যরা। বৈঠকে করোনা ভাইরাস, ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু অধিকার, পয়োনিষ্কাশন, পরিবেশ, মা ও শিশু স্বাস্থ্য, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সচেতনতামূলক আলোচনা হয়।